![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/13/3d0cfb05de8571aa787244628c4a48f0-5e940e8ea2d53.jpg?jadewits_media_id=1525223)
ওজন কমাতে কত কষ্টই না করছেন রিয়ালের ‘নাম্বার সেভেন’
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৩:৫০
কোয়ারেন্টিনে বসে বসে নিজের ওজন কমানোর কথা জানালেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। চেলসি ছেড়ে এই মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যখন এলেন, তাঁর বাড়তি ওজন নিয়ে কম সমালোচনা হয়নি। একজন ফুটবলারের যেমন নির্মেদ গড়ন হওয়া দরকার, সেটা ছিল না এডেন হ্যাজার্ডের। মাঝে কিছুটা ঝরঝরে হয়ে ফিরেছিলেন বটে, কিন্তু আবার চোটে পড়ার পর আর করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার সময়টাতে ওজন কিছুটা হয়তো...