কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস: সিলেটে ষোলকলা পূর্ণ!

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ০৮:০৭

করোনাভাইরাস প্রতিদিনই যেন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আজ এই জেলা তো কাল আরেক জেলায় দেখা দিচ্ছে মরণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব। এরই মধ্যে এ ভাইরাস সিলেট বিভাগের প্রতিটি জেলায় নিজের জাল বিস্তার করেছে।

শুরুটা হয়েছিল সিলেট জেলা দিয়ে। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জ। সর্বশেষ করোনার ছোবলে পড়েছে সুনামগঞ্জ জেলা। এ যেন ষোলকলা পূর্ণ হওয়ার মতো অবস্থা!

করোনার বিস্তার প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। তাই আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এজন্য সবাইকে অবশ্যই সতর্ক ও সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে।’
উল্লেখ্য, যদি কোনও আক্রান্ত রোগী কোথা থেকে আক্রান্ত হয়েছেন, তা খুঁজে না পাওয়া যায়, বা এ সম্পর্কে কোনও তথ্য না পাওয়া যায়, তবে সেই পরিস্থিতিকে কমিউনিটি ট্রান্সমিশন বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও