এইডসের মতো আক্রান্তের শরীরে ক্ষতি করে করোনা!

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০, ১৭:১১

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ববাসী। মারণ ব্যাধিটি নিয়ে গবেষকরা পার করছেন ব্যস্ত সময়। একেক সময় একেক রকম চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছেন তারা। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়া করোনা ভাইরাস নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। এরইমধ্যে প্রাণ সংহারক ব্যাধিটি নিয়ে নতুন এক তথ্য জানিয়েয়েছেন চীনের সাংহাই এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল গবেষক। আন্তর্জাতিক সাময়িকী সেলুলার অ্যান্ড মলিকুলার ইমিউনোলজি এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। চিকিৎসকদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণা চালিয়ে তারা হাজির করেছেন চাঞ্চল্যকর তথ্য। শরীরে করোনাভাইরাস আঘাত হানলে তা দেহের শক্তিশালী প্রতিরোধক সেলকে ধ্বংস করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এইচআইভির (এইডস) মতোই করোনাভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর আক্রমণ চালায়। গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ এর আঘাত মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে ফেলে। এর ফলে এইচআইভি রোগীদের মতোই আক্রান্তদের দেহ ক্ষতিগ্রস্ত হয়। গবেষকরা বলছেন, শরীরে থাকা টি সেল যেকোন ধরনের জীবাণু অনুপ্রবেশ করলে সেটা চিহ্নিত বা ধবংস করে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হলে টি সেল নিজেই আক্রান্ত হয়ে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই গবেষণার মাধ্যমে করোনাভাইরাস কিভাবে শরীরে সংক্রমণ করছে এবং এ থেকে প্রতিরোধের উপায় কি হবে সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা। চীনের বেইজিংয়ে কোভিড -১৯ রোগীদের চিকিৎসা দেয়া একটি সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, এই আবিষ্কারটি করোনাভাইরাস নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। করোনাভাইরাস অনেক ক্ষতিকর ভাইরাসের মতো সরাসরি মানুষের দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে দেয়। এর আগে ফেব্রুয়ারিতে, চীনের পিএনএর ইনস্টিটিউট অফ ইমিউনোলজির চেন ইয়ংওয়েন এবং তার সহকর্মীরা একটি ক্লিনিক্যাল রিপোর্টের মাধ্যমে সতর্ক করে জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে টি সেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষত করে বয়স্ক বা যাদের ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন পড়ছে তাদের শরীরে টি সেলের মাত্রা অনেক কমে যায়। টি সেলের সংখ্যা যত কমে যাবে মৃত্যুর ঝুঁকিও তত বেড়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও