![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/04/online/facebook-thumbnails/sufia-samakal-5e91dae21957e.gif)
‘কেউ খোঁজ নেয়না, না খেয়ে মরার মতো বেচে আছি’
সমকাল
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ২১:০৯
‘কোনোভাবে টেনে-টুনে চলছে তার সংসার। ধার-দেনার মধ্যেই রয়েছেন। সবশেষ লালন সাইজীর আকড়ায় গান করে কিছু টাকা পেয়েছিল তাও শেষ। এখন কিভাবে চলবো জানিনা। গরিবের তো উপরওয়ালাই ভরসা।’ নিজের বর্তমান দৈন্যদশার কথা এভাবেই বলছিলেন বাংলাদেশের প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী নন্দিত বাউল রাণী কাঙ্গালিনী সুফিয়া।