মাস্ক পরেই সংঘর্ষে জড়াল মাগুরার ৫ গ্রামের মানুষ, আহত ৩০
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে মুখে মাস্ক পরেই সংঘর্ষে জড়িয়েছে মাগুরার পাঁচটি গ্রামের মানুষ। আজ শনিবার সকালে গ্রাম্য বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রাম্য বিরোধের জেরে শনিবার সকালে জেলার রাঘবদাইড়, বাহরবাগ, রায়নগর, শতখালী ও জগদল গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। ওসি আরো জানান, গ্রামের লোকজন মাস্ক পরেই মারামারি করেছে এবং হাসপাতালে এসেও তারা মাস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.