যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডেমোক্রাট দলীয় সম্ভব্য প্রার্থী,জো বাইডেনের কাছে এখন বড় চ্যালেঞ্জ একজন ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন করাI জো বাইডেন যদি প্রেসিযেন্ট হিসাবে মনোনীত হন, তখন তাঁর বয়স হবে ৭৭ বছর, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্টI ডেমোক্র্যাটিক দলীয় সমীক্ষক, Karen Finney বলেছেন, আমরা এখন বড় ধরণের সঙ্কট মোকাবেলা করছি, তারপর রয়েছে পুনরুদ্ধার তৎপরতা, তাই এমন একজন ভাইস প্রেসিডেন্ট আমরা চাই যিনি এসব সঙ্কট মোকাবেলা করতে সক্ষমI জো বাইডেন মহিলা একজন ভাইস প্রেসিডেন্ট মনোনয়নের স্বপক্ষেI
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.