সামাজিক দূরত্ব মানাতে স্কুলমাঠে অস্থায়ী বাজার
এনটিভি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৮:৫০
নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্কুলমাঠে বসছে কাঁচাবাজার। উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছেন। আজ শুক্রবার প্রথমবারের মতো উপজেলা সদরের পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার বসানো হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘হাটহাজারীতে যেসব কাঁচাবাজার আছে সেগুলোতে ভিড় হচ্ছে। সেখানে গাদাগাদি করে দোকান বসে। লোকজনও গাদাগাদি করে জড়ো হয়ে কেনাকাটা করেন। এতে সংক্রমণের ঝুঁকি প্রবল হওয়ায় বাজার সাময়িকভাবে সরানোর উদ্যোগ নিয়েছি।’ ইউএনও আরো বলেন, ‘পার্বতী স্কুলমাঠে প্রতিটি দোকান বসানো হয়েছে কমপক্ষে ১০ ফুট দূরত্বে। দোকানের