![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F10%2Ffdc.jpg%3Fitok%3DQ9DAFOFJ)
এফডিসিতে ত্রাণ যাচ্ছে, সবাই কি পাচ্ছে?
এনটিভি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৬:৫৫
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ বিশ্ব জনজীবন। মৃত্যুর হার বেড়েই চলেছে। দেশে দেশে চলছে লকডাউন। স্বাস্থ্যবিদেরা ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য দরিদ্র মানুষ। শুটিং বন্ধ। বিপাকে পড়েছেন চলচ্চিত্রকর্মীরাও। এরই মধ্যে অসচ্ছল চলচ্চিত্রকর্মীদের দিকে সহায়তার হাত বাড়িয়েছেন বিত্তবানদের কেউ কেউ। পিছিয়ে নেই শিল্পীরাও। কোনো কোনো তারকা শিল্পীকে দেখা গেছে সাধারণ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে। বিএফডিসিতেও অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের চিত্র লক্ষ করা যাচ্ছে। কিন্তু ত্রাণসামগ্রী কি সবার