মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে ঘরে অবস্থানরত অসহায়, দুস্থ ও কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।সাদ এরশাদের ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম দফায় দুই শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।এদিকে দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে মার্চের শেষ সপ্তাহে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হত-দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবী ১০০০ পরিবারের মাঝে ১০ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.