গণভোটের জন্য তৎপর সরকার, দুষ্কৃতকারী দমনে নয়: রিজভী
গণভোটের জন্য তৎপর অন্তর্বর্তী সরকার, তবে দুষ্কৃতকারীদের দমনে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না।
‘তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে? নির্বাচন কমিশনের কাজে যদি অস্বচ্ছতা ও অনিয়ম থাকে, তাহলে তো নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে।’
আজ মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে দুষ্কৃতকারীদের হাতে র্যাব কর্মকর্তা নিহত প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীরা নানা জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের দমন করুন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করুন। সীতাকুণ্ডে দুষ্কৃতকারীদের হাতে র্যাবের অফিসার মারা গেলেন। প্রশাসন যদি সক্রিয় থাকত, তাহলে এই ঘটনা ঘটত না।’