You have reached your daily news limit

Please log in to continue


সত্যিই কি মা হয়েছেন বুবলি?

করোভাইরাস নিয়ে যখন সবাই নিশ্চিত ঠিক সেই সময় আবারো আলোচনায় এলেন ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। তবে তার আলোচনায় আসাটা ত্রান বিতরণ নিয়ে নয় বরং ব্যক্তিগত কারণে। বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠে অন্তসত্ত্বা হয়ে আমেরিকায় আছেন বুবলি। আর এখনকার খবর সেখানেই মা হয়েছেন অভিনেত্রী। গত দুদিন ধরে এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগের চলচ্চিত্র মহলেও বেশ কানাঘুষা চলছে বিষয়টি নিয়ে। যদিও এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে বুবলির ঘনিষ্ঠ বেশ কয়েকজনই এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। কেউ কেউ আবার খবরটিকে গুজব বলেও মন্তব্য করেছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘বীর’ ছবিতে বুবলির মুটিয়ে যাওয়া দেখে খবর চাউর হয় মা হচ্ছেন বুবলি। তখন সে খবরে চটে গিয়ে বুবলি বলেছিলেন, পুরো সমস্যাটাই তৈরি হয়েছে পোশাক এবং ক্যামেরার জন্য। তিনি বলেন, ক্যামেরা এমনভাবে ধরা হয়েছে, যার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। শুটিংয়ের সময় যারা ছিলেন, তাদের কারণে অনেকেই এ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন