১ কোটি বাজেটে ১২০ কোটি আয়! চমকে দিল যে সিনেমা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:২১
গুজরাটের ছোট বাজেটের ছবি ‘লালো’ হয়ে ওঠে গত বছরের সবচেয়ে বড় চমক। মাত্র ১ দশমিক ২ কোটি রুপি বাজেট (প্রচারের খরচসহ) নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে ১২০ কোটি রুপি আয় করে। লাভের নিরিখে এটি পেছনে ফেলেছে ‘ধুরন্ধর’ ও ‘কান্তারা’র মতো বড় হিটকেও। কিন্তু সিনেমাটির সাফল্যের পেছনের গল্প কী?
ভ্যানিটি ভ্যান নেই
চলচ্চিত্রের বাজেট, তারকা চাহিদা ও বড় সিনেমার খরচ নিয়ে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ছবির পরিচালক অঙ্কিত সাখিয়া ও অভিনেতারা কথা বলেছেন। সেখানে তাঁরা জানান, শুটিংয়ে তাঁরা কোনো বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করেননি। ফলে এটা তাঁদের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা