সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে দেশ বিদেশের বিমান পরিষেবা। করোনা মোকাবিলাতেই এই ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। এর ফলে বন্ধ স্কুল, কলেজ, সিনেমাহল, শুটিং সব কিছু। কিন্তু এই লকডাউনে মুশকিলে পড়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। সদ্যই তিনি বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে। কিন্তু লকডাউন ঘোষণার সময় মিথিলা ছিলেন বাংলাদেশে। আর সৃজিত কলকাতায়। যার ফলে বাংলাদেশেই আটকে যান মিথিলা। যদিও তিনি তার নিজের বাড়িতেই রয়েছেন। কিন্তু কবে তার আবার সৃজিতের সঙ্গে দেখা হবে তা দুজনেই জানেন না। কারণ লকডাউন কবে উঠবে বলা যাচ্ছে না। সেই সঙ্গে বিমান কবে চলবে তাও জানা নেই। অনিশ্চিয়তায় ভুগছে গোটা দেশ। বাদ যাননি সৃজিতও। ভিডিওকলে তারা কথা বলছেন ঠিকই। তবে সবই নির্ভর করছে সরকার এবং করোনার পরিস্থিতির উপর। সৃজিত কিছুটা মন খারাপ করেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মিথিলা ও তার একটি ছবি পোস্ট করেন। বিয়ের সাজে মিথিলা। কপালে চুমু খাচ্ছেন সৃজিত। এই ছবি পোস্ট করে তিনি লিখলেন, যা থাকে কপালে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.