করোনা থেকে বাঁচতে ঘরের ভেতরেই থাকুন। এই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পরিশ্রমের ত্রুটি রাখছে না প্রতিটি দেশের সরকার। তবুও মানুষ দায়িত্বজ্ঞানহীনের মতো বেপোরায়াভাবে ঘুরে বেড়াচ্ছে। একই চিত্র ভারতেও। সেখানে ২১দিনের লকডাউনের শর্ত অমান্য করে বাড়ির বাইরে অকারণে থাকার অপরাধে অনেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। সারা বিশ্বই করোণার ত্রাসে আতঙ্কিত। যত দিন যাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এমন দিনে সবারই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। সেই লক্ষ্যেই করোনা রুখতে হাতে হাত রেখে এক হয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, আলিয়া ভাট, চিরঞ্জীবী, প্রিয়াংকা চোপড়া, রণবীর কাপুরের মতো প্রথমসারির ভারতীয় তারকারা। পরিচালক প্রসূন পান্ডে পরিচালিত ‘ফ্যামিলি’ নামের একটি শর্ট ফিল্মে কাজ করেছেন এসকল তারকাদের। প্রধাণত বর্তমানের ভয়ংকর পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই অভিনব উদ্যোগ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.