জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্ববাসীর উপলব্ধি
যুগান্তর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৯:৫৮
সমাজের অজপাড়া গাঁয়ের যেসব মেধাবী ছেলেপুলে পড়াশোনায় খুব ভালো, মেধাবী এক নাম্বার তাদেরকে কি কেউ কখনো পাত্তা দেয়? এক টাকা স্কলারশিপ দিয়ে বা স্পন্সর করে তাকে কি কেউ লেখাপড়ায় উৎসাহ দেয়? দেয় না। অথচ তারাই একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর রিসার্চার হয়ে আমাদের জীবন বাঁচায়, আমাদের জীবনকে সাজায়।