উৎসব পণ্ড হওয়ার ক্ষতি কিছুটা পুষিয়ে দিন

প্রথম আলো ড. সায়মা হক বিদিশা প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৮:২৪

১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব, পয়লা বৈশাখ। কিন্তু অন্যান্য বছরের মতো এ বছর কারও মধ্যেই নেই কোনো উৎসাহ। করোনা-আক্রান্ত এই সময়ে অনেকের কাছে দিন গুজরান করাই যখন কঠিন, তখন উৎসব তার তাৎপর্য হারায়। তবে পয়লা বৈশাখের মতো উৎসব শুধু উদযাপন আর আনন্দের নয়, এর রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। উৎসবকে ঘিরে খাবার-দাবার, কাপড়চোপড়সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কিংবা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিস কেনারও হিড়িক পড়ে যায়। আর সেই সঙ্গে হাতবদল হয় বিপুল পরিমাণ অর্থের। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, বাংলা নববর্ষকে ঘিরে প্রতিবছর প্রায় কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। আর বৈশাখী অর্থনীতির আকার প্রতিবছরই বেড়ে চলছে। এ ছাড়া গত কয়েক বছর সরকারি কর্মকর্তা আর কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাওয়ার কারণে বেচা-কেনা আরও বেড়েছে। তবে ঈদের মতো অন্যান্য উৎসবের সঙ্গে এর পার্থক্য হচ্ছে, পয়লা বৈশাখে দেশীয় পণ্যের কেনা-বেচা হয় বেশি। তাই দেশীয় পণ্যের উদ্যোক্তারা এ সময় তুলনামূলকভাবে বেশি ব্যবসা করে থাকেন। আর গ্রামীণ অর্থনীতির চাকাও এ কারণে বেগবান হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও