খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া সবাইকে বাসায় নামাজ আদায় করার নির্দেশ

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৫:১৫

বর্তমান করোনার পরিস্থিতিতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া সবাইকে নিজ বাসায় নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। অাজ সোমবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ানক করোনাভাইরাস রোধকল্পে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। অার অন্য মুসল্লিদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। এ ছাড়াও জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।এতে অারও বলা হয়েছে, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও