ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার: এমপি শামীমের ফ্রি চিকিৎসা সেবা চালু
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৩:৪৬
‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ এই স্লোগান নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করলেন নড়িয়া-২ আসনের এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সোমবার সকালে নড়িয়া উপজেলায় এই সেবার উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার নির্বাচনী এলাকার আরেক উপজেলা সখিপুরে এই সেবা চালু করা হবে। এ সময় এনামুল হক শামীম বলেন, করোনাভাইরাসের কারণে এবং এই এলাকা লকডাউন করে দেওয়ায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। অনেকেই সাধারণ রোগের চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন। আবার কেউ কেউ যানবহন না থাকায় সেবা কেন্দ্রে আসতে পারছেন না। সে কারণে নির্বাচনী এলাকার নড়িয়া-সখিপুরে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ সেবা চালু করলাম।