করোনা : এইচআইভি রোগীদের সুরক্ষায় ৮ কোটি টাকা দিলেন এলটন জন
এনটিভি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ২০:৪৫
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল হচ্ছেন অনেকেই। কেউ অর্থসাহায্যের মাধ্যমে, কেউ বা জনসাধারণকে সচেতন করতে উদ্যোগী হচ্ছেন। যুক্তরাজ্যের কিংবদন্তি গায়ক ও গীতিকার এলটন জন এইচআইভি আক্রান্তদের করোনাভাইরাস থেকে সুরক্ষায় এক মিলিয়ন মার্কিন ডলার (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে যার পরিমাণ আট কোটি ৪০ লাখ)দান করেছেন। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, নিজের প্রতিষ্ঠিত ‘এলটন জন এইডস ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অর্থ দান করছেন এলটন জন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিও-বার্তায় এই তথ্য জানান ৭৩ বছর বয়সী এলটন নিজেই। ওই বার্তায় গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এলটন জন বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা
- ট্যাগ:
- বিনোদন
- মানবতা
- আর্থিক সহায়তা
- এইডস সচেতনতা
- হলিউড