হবিগঞ্জের ৫টি স্থানে ওএমএসের চাল বিতরণ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ১৬:১৪

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় হবিগঞ্জের কর্মহীন, দরিদ্র ও অসহায় লোকজনের মাঝে খাদ্য সংকট নিরসনের জন্য হবিগঞ্জ শহরের ৫টি স্থানে ওএমএসের ১০ কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, পৌর কাউন্সিলর আবুল হাসিম ও জুনায়েদ মিয়া।জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, প্রতিদিন শহরের ৫টি স্থানে প্রতিদিন ওএমএসের চাল বিতরণ করা হবে। প্রতিটি ডিলার ২ টন করে চাল বিতরণ করবে। যারা এনআইডি কার্ড নিয়ে আসবেন তাদেরকে চাল দেওয়া হবে। তিনি আরো বলেন, কোথাও কোনো ডিলার অনিয়মের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও