নড়াইল এক্সপ্রেসের উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা সেবা

বার্তা২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ২১:৪০

করোনাভাইরাসের এই দুর্ভোগ-দুর্যোগের সময় অন্যান্য রোগে আক্রান্ত সাধারণ রোগীরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেজন্য কার্যকর একটা উদ্যোগ নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রোববার, ৫ এপ্রিল থেকে নড়াইলে শুরু হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা সেবা।দুজন ডাক্তারসহ পুরো একটি মেডিকেল টিম থাকবে এই ভ্রাম্যমান চিকিৎসা সেবার ব্যবস্থাপনায়। মেডিকেল টিমে একটি অ্যাম্বুলেন্সও থাকছে। নড়াইলের বিভিন্ন স্থানে এই মেডিকেল টিম সফরে থাকবে। নির্দিষ্ট দুটো নাম্বারে ফোন করলেই রোগীদের টেলিফোন নম্বর, তাদের ঠিকানা এবং শারীরিক সমস্যা লিখে রাখা হবে। ভ্রাম্যমান মেডিকেল দল যখন সেই এলাকায় যাবে তখন সেখানকার রোগীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের শারীরিক সমস্যার সমাধানের পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষুধ পথ্য সরবরাহ করা হবে। বার্তা২৪.কম-কে শনিবার রাতে এই তথ্য জানান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের শীর্ষকর্তা অনিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও