রাজধানীতে রোববার থেকে ১০ টাকা কেজির চাল, লাগবে আইডি
এনটিভি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ২০:২৫
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সংক্রমণ ঠেকাতে সরকারের চলমান বিধিনিষেধের মধ্যে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করতে যাচ্ছে সরকার। আগামীকাল রোববার থেকে রাজধানীর শ্রমজীবীরা এই চাল কেনার সুবিধা পাবেন। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘আগামীকাল মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের শিয়ালবাড়ীর রূপনগর ঝিলপাড় বস্তি এবং মহাখালীর সাততলা বস্তি এলাকায় বিক্রির মাধ্যমে এই বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হবে।’ খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে এই চাল কেনা যাবে। একজন ভোক্তা প্র