ভারতজুড়ে চলমান টানা তিন সপ্তাহের লকড ডাউনের ফাঁদে ‘ঘরবন্দি’ বিষণ্ন সময়কে আনন্দে রাঙাতে কলকাতার তরুণদের মুখ থেকে মুখে ছড়িয়ে পড়েছে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান ‘সেই তুমি’।