পোশাকশিল্পে ৩ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল: বিজিএমইএ
করোনাভাইরাসের প্রভাবে এ পর্যন্ত দেশের তৈরি পোশাকখাতের এক হাজার ৯২টি কারখানায় তিন বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা। মূলত বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের তৈরি পোশাকশিল্পের এই অবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত তিন বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।এছাড়াও আর্থিক সংকটের কারণে গত ১৪ মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) সদস্যভুক্ত ১০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।বিজিএমইএ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এ পর্যন্ত মোট এক হাজার ৯২টি কারখানার ৯৪৩ কোটি ১২ লাখটি অর্ডার বাতিল হয়েছে। এর আর্থিক পরিমাণ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানার মোট ২০ লাখ ১৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.