দিনাজপুরে পূর্ব শত্রুতার জেরে এক কলেজছাত্রের তিনটি আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত শাহরিয়ার আহমেদ সুজন দিনাজপুর শহরের ঘাসিপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে। দিনাজপুর সরকারী কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। গুরুতর অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সুজনের বাবা আনোয়ারুল ইসলাম জানান, সুজন শহরের পাশের একটি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বিরলের সাধুরঘাট স্বাস্থ কমপ্লেক্সের সামনে তিনটি মোটরসাইকেলে ফরহাদ রহমান প্লাবন, ফান্টুস, মীম রহমান, রাজিব, সজিব, সাকিব, বাঁধন, লিপুসহ কয়েকজন তার গতিরোধ করে বেধরক মারধর করে। ওই সময় সুজনের হাতের তিনটি আঙুল কেটে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। সুজনের শরীরে তিন শতাধিক সেলাই দেয়া হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় আহত সুজনের বাবা মামলা করেছেন। পরে সাকিব ও সজিব নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.