কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফোর্বসের তালিকায় বাংলাদেশের ইশরাত ও রাবা খান

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ২২:১৪

বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তালিকায় উঠে এলেন দুই বাংলাদেশি তরুণী রাবা খান ও ইশরাত করিম। ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) তালিকায় রয়েছে তাদের নাম। তালিকায় প্রথমদিকে থাকা রাবা খান বাংলাদেশের উদ্যোক্তা, কৌতুকশিল্পী ও ইউটিউবার। আর ইশরাত করিম তার আমাল ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্রদের সহায়তা করেন। বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করে ফোবর্স ম্যাগাজিন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ধনী, প্রভাবশালী, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোক্তার তালিকা ফোর্বস নিয়মিত প্রকাশ করে। এবারের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় ২০২০ সালের এশীয় উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন এই দুই বাংলাদেশি তরুণী। ফোবর্সের তালিকায় শীর্ষে রয়েছেন ফিলিপাইনের লুইস মাবুলো। তিনি তার কোকাকো প্রজেক্টের জন্য আলোচিত। দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার মারিয়াস সান্টানু, যিনি ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিদিন ১৪ হাজার মানুষ তার খাবার গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও