নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের পাইপলাইন ফেটে বিস্ফোরণে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।গতকাল বুধবার রাতে সস্তাপুর গাবতলা এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা এলাকায় ফরহাদ মুন্সি নামের এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। গতকাল দিবাগত রাত একটার দিকে ওই দোকানের পাশে গ্যাসের পাইপলাইন ফেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের বিষয়টি টের পাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরে দোকানের ভেতর কী আছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা দেখার চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুজন কর্মী দোকানের ভেতরে উঁকি দিতেই গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়। এ ঘটনায় তাঁরা দুজন ছিটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। অনেকে ঘটনাস্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ঘটনাস্থলে যান। তিনি উত্তেজিত মানুষকে শান্ত করেন এবং জনসমাগম না করার জন্য আহ্বান জানান। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, গ্যাসের সংযোগের পাইপলাইন ফেটে আগুন লেগেছিল। আগুন নেভাতে গিয়ে দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.