কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ফিরোজা’য় নিষিদ্ধ শিমুল বিশ্বাস!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ০৯:০০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ঘনিষ্ঠ ও আস্থাভাজন’ হিসেবে পরিচিত ছিলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রায় এক দশক যাবত খালেদার গাড়ির সামনের সিটে বসা প্রভাবশালী এই নেতাই এখন খালেদার বাসা ‘ফিরোজা’য় নিষিদ্ধ। তিনি গত আটদিনে ‘ফিরোজা’য় প্রবেশ করতে পারেননি। পারেননি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, শিমুল বিশ্বাসকে ‘ফিরোজা’য় যেতে নিষেধ করা হয়েছে হাইকমান্ডের পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র জানায়, চেয়ারপারসনের ‘আস্থাভাজন’ হিসেবে প্রভাব দেখিয়ে শিমুল বিশ্বাস অনেক বাঘা বাঘা নেতাকে কোণঠাসা করে রেখেছিলেন দীর্ঘদিন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সেই শিমুল বিশ্বাস নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিছু কর্মকাণ্ডের কারণে তাকে হাইকমান্ডের পক্ষ থেকে ‘ফিরোজা’য় প্রবেশে বারণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাম ছাত্ররাজনীতি থেকে উঠে আসেন শিমুল বিশ্বাস। এক-এগারোর পটপরিবর্তনের পর হঠাৎ খালেদা জিয়ার ‘বিশেষ সহকারী’ হিসেবে আবির্ভূত হন তিনি, এ পদ তিনি কখন কীভাবে পেয়েছেন তা ছিল অনেক নেতারই অজানা। এই পরিচয়ে শিমুল বিশ্বাসের দাপটে অনেক জ্যেষ্ঠ নেতা কোণঠাসা হয়ে পড়েন। ফলে ক্ষোভ জমা হতে থাকে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে। তবে কেউ মুখ খোলেননি খালেদা জিয়ার বিরাগভাজন হওয়ার শঙ্কায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও