![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/31/image-141412-1585669995.jpg)
ইতালির যে গ্রাম করোনা ভাইরাস মুক্ত
ইত্তেফাক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ২১:৪৬
করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালি। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় দেশটি। করোনা ভাইরাসের প্রাণ কেন্দ্র চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। তবে অবাক করার বিষয়, দেশটির একটি গ্রামে এখনও হানা দিতে পারেনি এই ভাইরাস।