You have reached your daily news limit

Please log in to continue


করোনার কারণে আইপিএলে ক্রিকেটারদের বেতনও বন্ধ

করোনাভাইরাসের কারণে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছুঁইছুঁই। মৃতের সংখ্যাও প্রায় ৩৮ হাজার। অনেক আগেই একে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউন, স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। করোনার কারণে সারা বিশ্বের সমস্ত খেলাধুলাও বন্ধ হয়ে গেছে। ভারতের বহুল প্রতিক্ষিত আইপিএলও বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। যদিও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে- এবারের আইপিএলের আসরটি বাতিলই ঘোষণা করতে হতে পারে কিংবা সেপ্টেম্বর-অক্টোবরের দিকে কোনো সিরিজকে বাদ দিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের নতুন ঘোষণা দেয়া হতে পারে। প্রসঙ্গতঃ ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ১৩তম আইপিএলের আসর। আইপিএল স্থগিত হয়ে যাওয়া কিংবা বাতিল হওয়ার অর্থ বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়া আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের। ক্রিকেটারদের ভবিষ্যৎও পড়ে গেছে গভীর অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে আইপিএলে নিবন্ধিত ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টা কি হবে তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন এবং বিশাল শঙ্কা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন