news: করোনার সংকটকালে বিস্তর বিতর্ক বার্সেলোনা এবং তাঁর দলের প্লেয়ারদের নিয়ে। বিতর্কের পরও স্বেচ্ছায় বার্সার মেইন ম্যান মেসি-সহ অন্যান্য প্লেয়াররা ৭০ শতাংশ বেতন কম নেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। আর তারপরই বার্সার ক্লাবকর্তাদের একহাত নিয়েছেন মেসি। এমনই আবহে মেসির প্রতিবাদী ভাবমূর্তিতে তাঁকে ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম এক্কেবারে 'চে গুয়েভারা' আসনে বসিয়েছেন।