বলা হচ্ছে বেশি তাপমাত্রায় কভিড-১৯ বা করোনা ভাইরাস বাঁচে না। আর শুষ্ক আবহাওয়াতেও এই ভাইরাস খুব কম সময়ের মধ্যেই মরে যায়। এ ভাইরাসের বাঁচা-মরা নিয়ে বিশেষজ্ঞরা নানা কথাই বলছেন। একপক্ষ বলছেন, করোনার সঙ্গে তাপমাত্রার তেমন সম্পর্ক নেই। আরেকপক্ষ বলছেন, ২৬ ডিগ্রির বেশি তাপমাত্রায় এই ভাইরাস মারা যায়। সরকারের দায়িত্বশীল ব্যক্তি থেকে শুরু করে বিজ্ঞানীদের অনেকেই এমন কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন। তবে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত করোনা যে বেঁচে থাকে, সে কথাও জানাচ্ছেন অনেকে। একথা সত্য যে, শীত প্রধান দেশ অথবা ঠাণ্ডাপ্রবণ এলাকাগুলোতে এই ভাইরাসের আক্রমণে মৃত্যুর হার বেশি। ইতালি, আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান তার উদাহরণ হতে পারে। তবে গরমের দেশগুলোতেও হানা দিয়েছে করোনা। অনেকে বলছেন, করোনা নতুন এবং এমন একটি ভাইরাস, যা তার রূপ পাল্টিয়েছে। ফলে এর গতিবিধি এখনো সঠিকভাবে ঠাহর করা যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.