করোনাভাইরাস আতঙ্কে যখন পুরো দেশ স্তব্ধ, ঠিক সে সময়ে জমজমাট ব্যবসা করছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাইক ব্যবসায়ী রাজু আহমেদ।শিবগঞ্জ পৌরসভার পক্ষ হতে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে করোনা প্রতিরোধে মাইকিং করতে বলা হয়েছে।
রাজু আহমেদ জানান, প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত করোনা প্রতিরোধে বিভিন্ন ভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন। এতে তিনি প্রতিদিন দেড় হাজার করে পারিশ্রমিক পাচ্ছেন।রাজু আহমেদ আরও জানান, তিনি প্রায় চার বছর ধরে নিজস্ব মিশুক ও মাইক দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। সে টাকা দিয়ে মেটাতে হয় নিজের পরিবার। সংসারে তার রয়েছে বউ, দুই বাচ্চা, দুই ভাই ও বাবা মা। তাদেরও খরচ চালাতে হয় রাজুকে।তিনি জানান, করোনা প্রতিরোধে মানবিকতায় কিছুটা বাড়তি সময় ব্যয় করছেন। এছাড়া তিনিও মহামারি করোনাভাইরাস হতে মুক্ত থাকতে সাবধানতা অবলম্বন করছেন। তবে বাজারের সব দোকানপাট-হাট বাজার বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে থাকায় তারও মনটা ভালো নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.