বাস-ট্রাকে পাটুরিয়ামুখী মানুষের চলাচল বাড়ছে

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:১৩

ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়ামুখী মানুষের যাতায়াত বাড়ছে। মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের দুই একটি টহল টিম থাকলেও মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হাইওয়ে পুলিশ।শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট পর্যন্ত ছোট ছোট একেকটি পিকআপে ইচ্ছে মতো যাত্রী নিয়ে ছুটছে চালকরা। যাত্রী বহন থেকে বাদ পড়েনি বড় ট্রাকগুলোও। ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে করেও গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। সীমিতভাবে চলাচল করছে যাত্রীবাহী বাসও।
ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়ামুখী পিকআপ চালক মনু মিয়া জানান, সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়ামুখী যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ভাড়াও আগের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি। রাস্তাও ফাঁকা। অনেকের দেখাদেখি তিনিও পিকআপ চালাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও