You have reached your daily news limit

Please log in to continue


রান্না করছেন, ঘর মুছছেন কপিল

করোনা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় কী? এখনো পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হওয়া প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো বাসা থেকে না বের হওয়া, কারওর সঙ্গে মেলামেশা না করা। যে কারণে বিশ্বব্যাপী সকল খেলা স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে খেলোয়াড়দের অনুশীলন। খেলোয়াড়েরা বাসায় আটকে রেখেছেন নিজেদের। সাবেক খেলোয়াড়েরাও আছেন কোয়ারেন্টিনে। সাধারণ মানুষের ওপর খেলোয়াড়দের একটা বিশেষ প্রভাব আছে, সেটা তাঁরা জানেন। তাই নিজেদের সে প্রভাবকে ইতিবাচক দিকে কাজে লাগাচ্ছেন মেসি-রোনালদোরা। সবাইকে অনুরোধ করছেন ঘরে থাকার জন্য। ঘরে বসে থাকতে বললেন কপিলও , ‘আপনাকে ঘরে থাকতে হবে। ঘরে থাকুন। আমাদের এখন এটাই করতে হবে। আর উপায় নেই। এভাবে প্রশাসনকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করুন।’ ভারতে চলছে একুশ দিনের লকডাউন। চাইলে এই লকডাউনের সময়কেও খুব ভালোভাবে কাজে লাগানো যায় বলে জানিয়েছেন কপিল, ‘লকডাউনের বিষয়টাকে ইতিবাচকভাবে নিন। আপনাকে বাড়িতে থাকার চ্যালেঞ্জটা নিতে হবে। বাড়ির ভেতরও আপনার একটা জগৎ রয়েছে, আপনার পরিবার আছে। নিজেকে বিনোদিত করার জন্য বই, টিভি আছে। চাইলে গানও শুনতে পারবেন। সব থেকে ভালো হলো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন