বায়তুল মোকাররমে জুমার নামাজ সংক্ষিপ্ত, জামাত সোয়া ১টায়
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী আজ (২৭ মার্চ) জুমার নামাজে সীমিত মুসল্লি আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমার নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে। আজান হবে ১টায়। জামায়াত হবে ১টা ১৫ মিনিটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ক্ষুদে বার্তায় এ আহ্বান জানানো হয়। এছাড়া ভাইরাস সংক্রমণ সুরক্ষা শতভাগ নিশ্চিত না হয়ে কোনো মুসল্লিকে মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন। যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদের বাসায় বসে জুমার পরিবর্তে যোহরের নামাজ পড়ার আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আপাতত কিছুদিন সব নামাজই বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।