নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ঘোষিত ছুটির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ও বিক্রয়কর্মীর চলাচলে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে এ সময়ে ঘরে অবস্থানের নির্দেশনাও দিয়েছে সরকার। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল ও বিক্রয় প্রতিনিধির চলাচল নির্বিঘ্নকরণে সহায়তা প্রদান’ শিরোনামে চিঠিতে জননিরাপত্তা সচিবের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলের পাশাপাশি বিক্রয় প্রতিনিধির চলাচলে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।’