মুক্তি পাওয়ার সময় গতকাল (২৫ মার্চ) বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীর সংস্পর্শে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একারণে করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি থাকায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেছেন সদ্য কারামুক্ত খালেদা জিয়া। গুলশানের নিজ বাসভবন ফিরোজায় তিনি আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এসময়ের মধ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনও ধরনের দেখা সাক্ষাৎ করবেন না। পরিবারের সদস্যদেরও এড়িয়ে চলবেন। তবে চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র ডাক্তার এবং তার দেখভালের জন্য বোন সেলিমা ইসলাম এবং ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এই বাড়িতে যাতায়াত করতে পারবেন।খালেদা জিয়ার পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার খালেদা জিয়া মুক্তি পেয়ে বিএসএমএমইউ হাসপাতাল থেকে ফিরোজা আসার সময় পুরোটা রাস্তায় তার গাড়ি ছিল দলীয় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে। ফলে করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে তাকে ব্যক্তিগত ডাক্তার ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী গতকাল রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকলেও বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা সকালে নিজ-নিজ বাড়িতে চলে যান। তারা চলে যাওয়ার পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.