বিকালে সংবাদ সম্মেলন: শেষ পর্যন্ত ‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:২০

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সমঝোতার জন্য ৫০ আসন খালি রাখলেও ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশনিতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।


চরমোনাই পীর মুফতি রেজাউল করিম নেতৃত্বাধীন এই দলটি শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে দলটির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে ২৬৮ সংসদীয় আসনে আমাদের দলীয় মনোনয়ন জমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এক-দুজন বাতিল হতে পারে। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে।”


এর আগে বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনের একাধিক নেতা বলেছিলেন, জামায়াতের জোটে তাদের ফেরার সম্ভাবনা ‘নেতিবাচক’; আবার বিএনপির সঙ্গে যাওয়ার ‘সম্ভাবনাও’ নেই।


সেক্ষেত্রে ধর্মভিত্তিক কয়েকটি দলকে সঙ্গে নিয়ে নতুন জোট গড়ার চিন্তাভাবনা ছিল তাদের। তবে সেটাও হচ্ছে না বলেই এখন আভাস মিলছে।


এ বিষয়ে প্রশ্ন করলে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকালে পুরানা পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের সংবাদ সম্মেলন। সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও