থানা হাজতে একজনের মৃত্যু, পরিদর্শক ও সহকারী উপপরিদর্শক বরখাস্ত

প্রথম আলো প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৬:২৯

বরগুনার আমতলী থানা-হাজতে আটক একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে থানা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।মারা যাওয়া ব্যক্তির নাম সানু হাওলাদার (৫০)। এ ঘটনায় আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি।মৃত সানুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে গত বছরের ৩ নভেম্বর ইব্রাহিম হোসেন নামে একজন কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় সানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় সানু হাওলাদারকে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করে আমতলী থানা-পুলিশ। তবে পুলিশের দাবি, ‘সানুও ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। একই সঙ্গে ২০০৩ সালের অপর একটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সানু।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও