মাসদাইরে পাক হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার ৩৩ জন ৪৯ বছরেও শহিদের স্বীকৃতি পায়নি। নিহতদের পরিবারকে বার বার আশ্বাস দেওয়ার পরও তাদের সরকারি কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। দুই বছর আগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই প্রতিবেদককে বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে নিহতদের স্বীকৃতি দেওয়া হবে। দুই বছর পার হলেও শহিদদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু করে প্রশাসনের কেউই কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শুধু একটি স্মৃতিফলক নির্মাণের মধ্য দিয়েই দায় সারা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.