কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুবিধাবঞ্চিতদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করলো ক্রেতা হইহই

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ২২:৩৭

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে অনলাইন মার্কেটপ্লেস ‘ক্রেতা হইহই ডটকম’ (kretahoihoi.com)। গত (রবিবার ও সোমবার) দুদিন ধানমন্ডি, সায়েন্স ল্যাব, গ্রিনরোডসহ রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করে মার্কেটপ্লেসটি।মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ‌‌‘ক্রেতা হইহই ডটকম’ এর সিইও এম.এ.রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি নূর ইসলাম রোমান, হেড অফ মার্কেটিং শাকিল ও চিফ টেকনোলজি অফিসার সাব্বির আহমেদসহ কোম্পানির আরও কর্মচারীরা।প্রতিষ্ঠানটির সিইও এম.এ. রহমান বলেন, ‌‌‌‌‌‌‘সরকারের একার পক্ষে করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিরুদ্ধে কাজ করা সম্ভব না। সবার আগে আমাদের সচেতন হতে হবে। সচেতন না হলে কখনোই এই রোগ ঠেকানো যাবে না। যার যতটুকু সামর্থ্য আছে তাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা।'তিনি আরও বলেন, ‘সামর্থ্যের দিক দিয়ে হয় তো কম, কিন্তু মানবতার দিক থেকে আমরা শীর্ষে। দেশের এই চরম সংকটময় মুহূর্তে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। গত দুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করেছি এবং আজও কিছু এলাকায় বিতরণ কার্যক্রম চলবে।'জানা যায়, ই-কমার্স জগতে বাংলাদেশে নতুন স্টার্ট আপ কোম্পানি হিসেবে যাত্রা শুরু শুরু করতে যাচ্ছে ক্রেতা হইহই.কম (kretahoihoi.com); যা একটি অনলাইন মার্কেটপ্লেস। অনলাইনে কেনা কাটায় গ্রাহকদের নতুন মাত্রার সুবিধা দিতে শিগগিরই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এম.এ.রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও