করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন আশঙ্কায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ রশিদকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণগুলো থাকায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তাকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় পাঠানো হয়। ডা. শাহনাজ রশিদ ক'দিন যাবৎ আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ এবং বহির্বিভাগের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। সম্পর্কিত খবর ভোলায় করোনা সন্দেহে যুবক আইসোলেশনেআমরা সবাই করোনা ঝুঁকিতে রয়েছি: হানিফ সংকেতকরোনা সংক্রমণ ঠেকাতে আইইডিসিআর-এর সতর্কবার্তা আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. শাহনাজ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভব করছিলেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন আশঙ্কায় সকালে তাকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.