![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F19%2Fkollan_pur.jpg%3Fitok%3DWk1JbeBd)
কল্যাণপুরে জঙ্গি অভিযান, অভিযোগ গঠনের আদেশ ২৩ এপ্রিল
এনটিভি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ২৩:০০
কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি অভিযানের পরে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির আদেশের জন্য আগামী ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ দিন ধার্য করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সরোয়ার জাকির এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ করোনার কারণে আসামিদের আদালতে হাজির না করায় বিচারক অভিযোগ গঠনের আদেশের জন্য নতুন দিন নির্ধারণ করেন। আইনজীবী বলেন, ‘এ মামলার আসামি ১০ জন। আসামিদের মধ্যে রিগ্যানসহ নয়জন কারাগারে আছেন। অপর আসামি আজাদুল কবিরাজ পলাতক রয়েছেন।’ মামলার আসামিরা হলেন রাকিবুল হাসান