বরেণ্য শিক্ষাবিদ বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি ্ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন}।বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের ভাতিজা মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন এ তথ্য নিশ্চিত করেন।বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর ১৯৩৬ সালে চাঁদপুরে জন্ম নে। কর্মজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। তার অভিসন্দর্ভ ছিল- Differentiat ion, Polarisation and Confrontation in Rural Bangladesh।সাহিত্যে স্বীকৃতি হিসেবে ১৯৬৯ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া পান Foll of Honour. UNESCO and Govt. of France award (১৯৮৬), মুজাফফর আহমদ স্মৃতি পুরস্কার, কলকাতা (২০০৫) ইত্যাদি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.