৫ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পর্যটন

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১১:৫৮

করোনাভাইরাসের প্রভাবে ২.৫ কোটি ব্যক্তি কাজ হারাতে পারেন বলে বুধবারই পরিবহণ-পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠিতে দেশের পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলির শীর্ষ সংগঠন ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিট্যালিটি (এফএআইটিএইচ) জানিয়েছে, দেশের পর্যটন ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ কাজ করেন, তাঁদের মধ্যে ৩ কোটি ৮০ লক্ষ কর্মহীন হয়ে পড়বেন এবং সারা দেশে ইতিমধ্যেই ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। দ্রুত আর্থিক ত্রাণের ব্যবস্থা না করলে দেশের পর্যটন শিল্প ভেঙে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও