করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্ব। মাত্র আড়াই মাসের ব্যবধানে তা মহামারী রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে থমকে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনও স্তব্ধ হয়ে পড়েছে। করোনার জেরে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড স্থগিত করা হয়েছে। বুধবার থেকেই তা মাঠে গড়ানোর কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২১-২২ মার্চ টুর্নামেন্টের খেলা রয়েছে। তবে কয়েক দিন বিরতির পর পুনরায় লিগ শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু সতর্কতা অবলম্বন করে খেলায় ফিরতে রাজি ক্লাবের হয়ে খেলা ক্রিকেটাররা। করোনার কারণে প্রিমিয়ার লিগে বিরতি পেয়েছেন তারা। তবে এ সময়েও বসে নেই মুশফিক-লিটনরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.