You have reached your daily news limit

Please log in to continue


মোহাম্মদপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং থেকে মাহির মাহবুব অরথি (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীর নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার দুপুরে খাওয়ার পর ওই ছাত্রী নিজ কক্ষে ঘুমাতে যায়। পরে সন্ধ্যার দিকে নিহতের ভাই মুশফিক বোনের দরজা লাগানো দেখে তাকে ডাকাকাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তার বাবাকে ডেকে দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বোনকে দেখতে পায়। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, নিহত অরথি মোহাম্মদিয়া হাউজিংয়ে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অরথি বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেত। এ বিষয়ে তাকে নিষেধ করা হলে অভিমানে গলায় ফাঁস দিয়েছে। নিহতে বড় ভাই মুশফিক রহমান জাগো নিউজকে জানান, আমার মা কয়েক বছর আগে মারা গেছে। সে বিভিন্নভাবে মন খারাপ করে থাকত এবং বিভিন্ন সময় বাইরে যেত এ বিষয়ে তাকে নিষেধ করা হত। তবে কোন কারণে সে এ কাজ করল তা বুঝতে পারছি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন