![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F17%2Fnazim-uddin.jpg%3Fitok%3DUyprU2kk)
‘বাচ্চা দুটিকেও লাথি দিয়েছে, আমি বাপ ডাকলেও ছাড়েননি’
এনটিভি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ০৮:৪৫
মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের নামে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সদ্য সাবেক আরডিসি নাজিম উদ্দিনের অপকর্মের নানা কাহিনী এখন একে একে বেরিয়ে আসছে। সাংবাদিক আরিফুল ইসলামের মতোই একই কায়দায় রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্যাতন ও হয়রানি করে আসছিলেন নাজিমউদ্দীন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলে ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে নির্মম নির্যাতন করেন আরডিসি নাজিম উদ্দিন।