করোনা আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে বাড়ছে সোয়াইন ফ্লুর সংক্রমণ
এনটিভি
প্রকাশিত: ১৪ মার্চ ২০২০, ১৬:১০
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন। ফলে করোনা আতঙ্কের সঙ্গে সোয়াইন ফ্লু আতঙ্কে জেরবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের মানুষ। এরই মধ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। তাঁদের মধ্যে ২৩ মাসের একটি শিশুও রয়েছে। সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে কলকাতা শহরে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত তিনজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজন মণিপুরের বাসিন্দা নারী রয়েছেন। অন্যজন হুগলি জেলার বাসিন্দা। আর শিশুটি ও